আবদুল আযীয কাসেমি
ইমানের পর ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজ শুদ্ধভাবে আদায় করতে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা নামাজের চাবি; পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। মহানবী (সা) বলেন, ‘নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি পবিত্রতা।’ (তিরমিজি) পবিত্রতা অর্জনের উপায় হলো, আপনার ওপর গোসল ফরজ হলে গোসল করা আর অজু ফরজ হলে অজু করা।
অজুর ফরজ চারটি—
এক. পূর্ণ মুখমণ্ডল ধৌত করা
দুই. উভয় হাত কনুইসহ ধৌত করা
তিন. মাথা মাসেহ করা
চার. উভয় পা টাখনুসহ ধৌত করা
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬)
গোসলের ফরজ তিনটি—
এক. কুলি করা
দুই. নাকে পানি দেওয়া
তিন. পূর্ণ শরীর ভালোভাবে একবার ধৌত করা। শরীরের যেকোনো জায়গায় সামান্য পরিমাণ শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। বিশেষত শীতকালে এ ব্যাপারে বেশ উদাসীনতা পরিলক্ষিত হয়। ফরজ গোসলের ব্যাপারে কোনোরকম অলসতা কাম্য নয়। উচিত হলো গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলা।
অজু করতে গিয়েও আমাদের বিশেষভাবে লক্ষ রাখতে হবে, ধোয়া অঙ্গগুলোর কোনো অংশ যেন শুকনো না থাকে। ত্বকে শুষ্ক ভাব থাকলে একটু ঘষে-মেজে হাত-পা ধোয়া উচিত। হাদিসে এসেছে, এক যুদ্ধে আসরের সময় হলো। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অজু করছেন। নবী (সা.) লক্ষ করলেন, কারও কারও পায়ের গোড়ালি শুকনো থেকে যাচ্ছে। তখন তিনি বললেন, ‘শুকনো গোড়ালির জন্য রয়েছে জাহান্নামের আগুনের হুঁশিয়ারি।’ (বুখারি)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
ইমানের পর ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজ শুদ্ধভাবে আদায় করতে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা নামাজের চাবি; পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। মহানবী (সা) বলেন, ‘নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি পবিত্রতা।’ (তিরমিজি) পবিত্রতা অর্জনের উপায় হলো, আপনার ওপর গোসল ফরজ হলে গোসল করা আর অজু ফরজ হলে অজু করা।
অজুর ফরজ চারটি—
এক. পূর্ণ মুখমণ্ডল ধৌত করা
দুই. উভয় হাত কনুইসহ ধৌত করা
তিন. মাথা মাসেহ করা
চার. উভয় পা টাখনুসহ ধৌত করা
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬)
গোসলের ফরজ তিনটি—
এক. কুলি করা
দুই. নাকে পানি দেওয়া
তিন. পূর্ণ শরীর ভালোভাবে একবার ধৌত করা। শরীরের যেকোনো জায়গায় সামান্য পরিমাণ শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। বিশেষত শীতকালে এ ব্যাপারে বেশ উদাসীনতা পরিলক্ষিত হয়। ফরজ গোসলের ব্যাপারে কোনোরকম অলসতা কাম্য নয়। উচিত হলো গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলা।
অজু করতে গিয়েও আমাদের বিশেষভাবে লক্ষ রাখতে হবে, ধোয়া অঙ্গগুলোর কোনো অংশ যেন শুকনো না থাকে। ত্বকে শুষ্ক ভাব থাকলে একটু ঘষে-মেজে হাত-পা ধোয়া উচিত। হাদিসে এসেছে, এক যুদ্ধে আসরের সময় হলো। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অজু করছেন। নবী (সা.) লক্ষ করলেন, কারও কারও পায়ের গোড়ালি শুকনো থেকে যাচ্ছে। তখন তিনি বললেন, ‘শুকনো গোড়ালির জন্য রয়েছে জাহান্নামের আগুনের হুঁশিয়ারি।’ (বুখারি)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫