নতুন সরকারের পথ কুসুমাস্তীর্ণ নয়
কথাটা আসলে দশ কথার এক কথা। নতুন সরকারের পথ কুসুমাস্তীর্ণ নয়। কোন পথ কুসুমাস্তীর্ণ? মানুষের জীবন চলার পথ, তা সে ব্যক্তিগত জীবন হোক কিংবা হোক সামাজিক বা রাজনৈতিক জীবন? এমন কোনো পথ কি আছে, যেখানে শুধুই ফুল বিছানো থাকে? কাঁটা থাকে না? তাহলে কোনো সরকারের পথই-বা কুসুমাস্তীর্ণ হবে কেন! সরকারকে তো একটা রাষ্