Ajker Patrika

গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১০: ১২
গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ আজ

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে। 

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫টি। ব্যবধান কম হওয়ায় বন্ধ হওয়া কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হবে।

সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

এদিকে ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তাঁর অভিযোগ, ময়মনসিংহ-৩ আসনে ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দ করা ব্যালট পেপার জমা দিয়েছেন। তবে তাঁর এসব অভিযোগ কমিশন আমলে নেয়নি বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত