মো. আশিকুর রহমান
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে। ফলে ভবিষ্যৎ নেতৃত্বের বড় অংশের জন্ম হয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারের নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন ছয়জন সাবেক ছাত্রনেতা। এই ছাত্রনেতাদের পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অন্যজন একটি ছাত্রসংগঠনের উপজেলা পর্যায়ের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে তিনি এই সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এই ছয় নেতার মধ্যে পাঁচজন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রিপন এক বছর আগে উপনির্বাচনে আসনটিতে বিজয়ী হয়েছিলেন। একসময়ের দাপুটে এই ছাত্রনেতা দ্বাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন ও বিলাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের ঘোষণা করেছেন।
প্রথমবারের মতো বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
অনলাইনে ব্যারিস্টার সুমন নামে তিনি ব্যাপক জনপ্রিয়। এবার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর পুরো নাম সৈয়দ সায়েদুল হক সুমন। এই নেতা ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগেও দায়িত্ব পালন করেন তিনি।
হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগ-নাজমুল কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সোহাগ-নাজমুল কমিটির উপ-আইন সম্পাদক এবং সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। তিনি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে নির্বাচন করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মাত্র ২৭ বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে। ফলে ভবিষ্যৎ নেতৃত্বের বড় অংশের জন্ম হয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারের নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন ছয়জন সাবেক ছাত্রনেতা। এই ছাত্রনেতাদের পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অন্যজন একটি ছাত্রসংগঠনের উপজেলা পর্যায়ের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে তিনি এই সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এই ছয় নেতার মধ্যে পাঁচজন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রিপন এক বছর আগে উপনির্বাচনে আসনটিতে বিজয়ী হয়েছিলেন। একসময়ের দাপুটে এই ছাত্রনেতা দ্বাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন ও বিলাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের ঘোষণা করেছেন।
প্রথমবারের মতো বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
অনলাইনে ব্যারিস্টার সুমন নামে তিনি ব্যাপক জনপ্রিয়। এবার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর পুরো নাম সৈয়দ সায়েদুল হক সুমন। এই নেতা ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগেও দায়িত্ব পালন করেন তিনি।
হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগ-নাজমুল কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সোহাগ-নাজমুল কমিটির উপ-আইন সম্পাদক এবং সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। তিনি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে নির্বাচন করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মাত্র ২৭ বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে এক বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে...
৭ ঘণ্টা আগেঢাকা কলেজের ২০১০-১১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী মো. তানজীমুল ইসলাম। একসময় সরকারি চাকরি না পেয়ে হতাশ হন। শুরু করেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। সফলতাও পেয়েছেন তানজীম। আইইএলটিএস পরীক্ষায় পেয়েছেন ৭.৫। বর্তমানে তানজীম যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
১১ ঘণ্টা আগেপ্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক...
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
১ দিন আগে