যেভাবে তওবা করবেন
তওবা অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। পরিভাষায়, পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসাকে তওবা বলে। মানবজীবনে তওবার গুরুত্ব অপরিসীম। কারণ তওবার মাধ্যমেই কেবল আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা।’ (সুরা তাহরিম: ৮)