এই দুর্বৃত্ত কারা?
এ কেমন নৃশংসতা, বর্বরতা? বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে কারা আগুন জ্বালিয়ে চারজন সাধারণ মানুষকে পুড়িয়ে মারল? আহা! কী পাশবিক ও বর্বরোচিত ঘটনা! এমন নৃশংস ঘটনায় নিমেষেই চারজন জীবন্ত মানুষ আগুনে ঝলসে গেল। নিভে গেল পরিবারের আলো। কোলের সন্তানকে বুকে জড়িয়েই আগুনে পু