সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী পোর্টলিংকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক জামাল উদ্দিন জানান, একদল মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়েছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে জানেন না বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী ও পুলিশ।
জামাল উদ্দিন বলেন, রাতে ভাটিয়ারী পোর্টলিংক বাজারের গ্যারেজের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে তাঁর ট্রাকটি দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৪টায় একদল মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ট্রাকের গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রাকের পুরো ইঞ্জিন পুড়ে গিয়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ডের বিষয়টি তিনি জানেন না। এ ঘটনাটি কেউ তাঁকে জানায়নি।
ঘটনার সময় বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী রুবেল বলেন, রাতে গ্যারেজের সামনে তিনি দায়িত্বরত ছিলেন। ভোরে গ্যারেজের সামনে মহাসড়কের ওপর থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখে সেখানে যান। তবে ঘটনাস্থলে তিনি কাউকে দেখেননি, আর কীভাবে আগুন লেগেছে তা-ও বুঝতে পারেননি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকের আগুন নেভায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ভোরে অজ্ঞাত কারণে ট্রাকটিতে আগুন লেগেছে বলে বাজারের নৈশপ্রহরী রুবেল বিষয়টি থানায় জানিয়েছেন। পরে তিনি ট্রাকমালিক ও আশপাশের লোকজনকে নিয়ে আগুন নেভান। এ ঘটনার পর ট্রাকমালিক জামাল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এবং থানা-পুলিশ কাউকে না জানিয়ে বাড়িতে চলে যান। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকমালিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী পোর্টলিংকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক জামাল উদ্দিন জানান, একদল মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়েছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে জানেন না বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী ও পুলিশ।
জামাল উদ্দিন বলেন, রাতে ভাটিয়ারী পোর্টলিংক বাজারের গ্যারেজের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে তাঁর ট্রাকটি দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৪টায় একদল মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ট্রাকের গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রাকের পুরো ইঞ্জিন পুড়ে গিয়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ডের বিষয়টি তিনি জানেন না। এ ঘটনাটি কেউ তাঁকে জানায়নি।
ঘটনার সময় বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী রুবেল বলেন, রাতে গ্যারেজের সামনে তিনি দায়িত্বরত ছিলেন। ভোরে গ্যারেজের সামনে মহাসড়কের ওপর থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখে সেখানে যান। তবে ঘটনাস্থলে তিনি কাউকে দেখেননি, আর কীভাবে আগুন লেগেছে তা-ও বুঝতে পারেননি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকের আগুন নেভায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ভোরে অজ্ঞাত কারণে ট্রাকটিতে আগুন লেগেছে বলে বাজারের নৈশপ্রহরী রুবেল বিষয়টি থানায় জানিয়েছেন। পরে তিনি ট্রাকমালিক ও আশপাশের লোকজনকে নিয়ে আগুন নেভান। এ ঘটনার পর ট্রাকমালিক জামাল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এবং থানা-পুলিশ কাউকে না জানিয়ে বাড়িতে চলে যান। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকমালিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এত দিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা। যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী রেজিস্ট্রার আলী নাসায়ের ইমনকে পুলিশের তুলে দিয়েছেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় বিপুল পরিমাণ চিংড়ি রেণুসহ দুজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার দুর্গাপুর লঞ্চঘাট নামক এলাকায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
৯ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে