উৎসবের হাত ধরে দিল্লিতে দূষণের রাজত্ব
দীপাবলির রাতে বাজি পোড়ানোর জেরে মারাত্মক বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। এর মধ্যেই শীতের হাত ধরে কুয়াশাও পড়তে শুরু করেছে। ফলে কুয়াশা আর বাজির ধোঁয়ায় এবার বায়ুদূষণের মাত্রা বিপৎসীমা পেরিয়ে গেছে, ছাড়িয়ে গেছে অতীতের প্রায় সব রেকর্ড। শুধু দিল্লি নয়, দূষণ ছড়িয়েছে এর আশপাশের শহরেও।