Ajker Patrika

গম্ভীরের কাছে হত্যার হুমকি এসেছে পাকিস্তান থেকে!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৫৯
গম্ভীরের কাছে হত্যার হুমকি এসেছে পাকিস্তান থেকে!

হত্যার হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সাংসদ গম্ভীরকে এই হুমকি দিয়ে দুটি ই-মেইল এসেছে পাকিস্তান থেকে। বৃহস্পতিবার এমন দাবি করেছে দিল্লি পুলিশ। এরই মধ্যে গম্ভীরের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অবশ্য আগেই জানা গিয়েছিল, গম্ভীরকে এই হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা। আজ বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, গুগলের কাছে ওই ই-মেইল অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল তারা। গুগল জানিয়েছে, ই-মেইলটি পাকিস্তান থেকে এসেছে। আইপি অ্যাড্রেসও পাকিস্তানের। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রথম ই-মেইল পেয়েছিলেন গম্ভীর। সেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলব।’ বুধবার বেলা আড়াইটায় দ্বিতীয় হুমকির ই-মেইল পান সাবেক এই ভারতীয় ওপেনার। সেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে হত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল তুমি বেঁচে গেলে। যদি নিজের জীবন এবং পরিবারকে ভালোবাস, রাজনীতি ও কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকো।’ 

এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। ২০১৯ সালে অজ্ঞাত এক ফোনকলে সেই হুমকি এসেছিল তাঁর কাছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত