সবুজে ঢাকা এক বিদ্যালয়
প্রবেশদ্বার ঘন সবুজে ভরা। আঙিনায় ঢোকামাত্র মনে হবে পরিপাটি করে সাজানো কোনো সবুজের রাজ্যে এসে পড়েছি। প্রবেশদ্বারের বিপরীত পাশে আঙিনার ওপর দাঁড়িয়ে রয়েছে সবুজ এক শহীদ মিনার, যার পাদদেশে হলুদ গাঁদা ফুলে একুশ আঁকা। আঙিনার যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। কোথাও গাছ জাতীয় ফুল শাপলার আকৃতি নিয়েছে, কোথাওবা