Ajker Patrika

১০ টাকার চাল পাচ্ছেন ১ লাখ ৩৮ হাজার ভোক্তা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০: ৫৪
১০ টাকার চাল পাচ্ছেন ১ লাখ ৩৮ হাজার ভোক্তা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি বছরে দিনাজপুরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মধ্যে এই চাল বিতরণ করা হবে।

গতকাল সোমবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদ প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, বছরে দুই প্রান্তিকে মোট ৫ মাস নিম্ন আয়ে অবস্থানকারী জনগণের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। জেলায় এ কর্মসূচিতে এবারে মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। প্রত্যেক ভোক্তা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। আগামী মাস থেকে এই চালের পাশাপাশি দরিদ্র সীমার নিচে বা দরিদ্র এসব পরিবারকে পুষ্টি সমৃদ্ধ চালও দেওয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এক লাখ ৩৮ হাজার দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে। বছরে মার্চ-এপ্রিল ও সেপ্টেম্বর থেকে নভেম্বর মোট ৫ মাস কার্ডধারীদের মধ্যে কর্মসূচিটি চালানো হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত