সুস্থ হয়ে মুক্ত আকাশে ডানা মেলল ১৯টি শকুন
দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়া বিভিন্ন প্রজাতির শকুন উদ্ধার করে নিয়ে আসা হয় এই পরির্চযা কেন্দ্রে। এখানে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার পর শকুনদের ছেড়ে দেওয়া হয়। ২৬টি শকুন উদ্ধার করা হলেও সাতটি কয়েক দিন পরেই ছেড়ে দেওয়া হয়। ১৯টি শকুনকে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা দিয়ে সুস্থ করার পর আজ ছেড়ে দেওয়া হলো।