Ajker Patrika

নবাবগঞ্জে গম কাটা শুরু, ব্যস্ত চাষি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২: ৪৮
নবাবগঞ্জে গম কাটা শুরু, ব্যস্ত চাষি

দিনাজপুরের নবাবগঞ্জে গম কাটা শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার আবহাওয়া ভালো থাকায় গমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া বর্তমান বাজারে গমের দামও বাড়তি থাকায় কৃষকেরা আর্থিকভাবে লাভের আশা করছেন।

উপজেলার তুষকুটা গ্রামের গমচাষি দিলীপ সরকার বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে বিনা মূল্যে গমের বীজ ও সার নিয়ে এক বিঘা জমিতে চাষ করি। জমি চাষ ও পানি সেচে খরচ হয়েছে ৩ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। ধারণা করছি বিঘাপ্রতি ১০ মণ গম পাব। গত তিন দিনে দুজন মিলে গম কাটা শেষ করেছি।’

উপজেলার বিনোদনগর গ্রামের আরেক গমচাষি মো. মমিনুল ইসলাম বলেন, ‘আবহাওয়া খারাপের আশঙ্কা নিয়ে মাত্র ৪০ শতক জমিতে গম চাষ করি, কিন্তু এবার আবহাওয়া ভালো থাকায় গমের বাম্পার ফলন হয়েছে। বাজারে গমের দামও বাড়তি, প্রতি মণ গমের বর্তমান বাজারদর ১ হাজার ২০০ টাকা।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, উপজেলায় এবার ৩৩৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চাষ হয়েছে ২৩০ হেক্টরে। তবে অন্যবারের চেয়ে এবার গমের চাষ ভালো হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত