Ajker Patrika

স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬: ১৬
স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত স্বামী ইসাহাক আলী (৪৬) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

জানা যায়, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক নির্যাতনের পর গরম ডালের পানি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে দেন ইসাহাক। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধারের জন্য এগিয়ে এলে ইসাহাক আলী পালিয়ে যান। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিরামপুর হাসপাতালে এবং পরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী ওই নারী দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় ইসাহাক আলী, তাঁর বাবা আব্দুল জব্বার (৭০) এবং মা আসমা বেগমকে (৬০) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে দাহ্য পদার্থ দিয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। 

ওসি আরও জানান, অভিযুক্ত ইসাহাক আলী গরম ডালের পানি দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। এতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত