রানা প্লাজা ট্র্যাজেডি: মা-দাদির লাশও পাননি পা হারানো রেবেকা, খোঁজ মেলেনি শাবানার
‘এই তো গতকালই ছিল ঈদের দিন, সবাই তাদের স্বামী সন্তান নিয়ে ঘুরছে। এক হতভাগা আমিই পারিনি আমার সন্তানদের নিয়ে কোথাও বের হতে। ঘুরেফিরে বাড়িতেই আছি। আর সন্তানেরাও আমাকে নিয়ে যেতে পারছে না কোথাও। স্বামী, সন্তানদের প্রয়োজনে তাদের কাছেও যেতে পারি না। হয়তো কিছু টাকা পেয়েছি, কেউ একটা বাড়ি করে দিয়েছে, কিন্তু ক