তেলুগু সিনেমায় নোরার বড় সুযোগ
তেলুগু ইন্ডাস্ট্রি, সংক্ষেপে যাকে ডাকা হয় ‘টলিউড’ নামে, সেখানে আগেও কাজ করেছেন নোরা ফাতেহি। এ ইন্ডাস্ট্রির ‘টেম্পার’, ‘বাহুবলি’ ও ‘ওপিরি’ সিনেমাগুলোতে দেখা গেছে তাঁকে। তবে অভিনয়ে নয়, আইটেম গানে। ভালো নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি আছে নোরার। বলিউড, টলিউড ছাড়াও অনেক তামিল ও মালয়ালম সিনেমার আইটেম গানে নেচ