Ajker Patrika

খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না দীপিকা

বিশাল কুড়ি, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০০
Thumbnail image

সাবলীল অভিনয়, অমায়িক সৌন্দর্য ও ফ্যাশন-সচেতনতায় বলিউডে সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন সিনেমা অঙ্গনে।

মুম্বাই পেরিয়ে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হচ্ছে দক্ষিণ ভারতেও। ২০১৭ সালে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। সে সময় হলিউডের আরও কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও অভিনেত্রী নিয়মিত হয়েছেন বলিউড ও প্যান ইন্ডিয়ান সিনেমায়।

দীপিকা জানিয়েছেন, হলিউডে কাজ করতে চান তিনি। তাই বলে খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না, ছাড়তে চান না নিজের সংস্কৃতিকেও। সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনকে দীপিকা বলেন, ‘আগামী দিনে হলিউডে কাজ করলেও ভারতীয় সংস্কৃতিকে ছাড়তে পারব না। দেশের বাইরে পরিচিতি লাভ করতে হলে ভিন্ন সংস্কৃতি, নিয়মকানুনসহ সব দিকেই পরিবর্তন আনতে হয়। তবে আমি চাই না আমার নিজস্বতাকে বিসর্জন দিয়ে ভিন দেশে পরিচিত হতে। নিজের দিকটা ঠিক রেখে তবেই আন্তর্জাতিক খ্যাতি পেতে চাই।’

দীপিকা আরও বলেন, ‘ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি লজ্জিত নই, বরং গর্বিত। খ্যাতির লোভে, ভালো কাজ পেতে হলে আমাকে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সবকিছু পরিবর্তন করে ফেলতে হবে, এমনটা আমি মনে করি না। এমনকি নিজের কথাবার্তার ভঙ্গিও পরিবর্তন করতে চাই না।’

উল্লেখ্য, ২০২১ সালে হলিউডের একটি রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সে সিনেমা আর তৈরি হয়নি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। তা ছাড়া বর্তমানে বলিউড সিনেমা ‘ফাইটার’ ও প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত