বিনোদন ডেস্ক
দক্ষিণি সিনেমার পরিচিত মুখ বিজয় দেবেরাকোন্ডা। তবে গত পাঁচ বছর ব্যর্থতার জালে আটকে ছিল তাঁর সিনেমাগুলো। বক্স অফিসে সফলতার মুখ দেখেনি একটিও। গত বছর ‘লাইগার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা বিজয়ের। আশা ছিল, এবার বুঝি ভাগ্যের শিকেটা ছিঁড়বে। তা-ও হলো না। সব মিলিয়ে খারাপ সময়ই পার করছিলেন তিনি। টানা ব্যর্থতার পর ১ সেপ্টেম্বর থেকে তাঁর ভাগ্য ফিরতে শুরু করেছে। ওই দিন মুক্তি পেয়েছে বিজয়ের সিনেমা ‘কুশি’। দীর্ঘ সময় পর বক্স অফিসে এটি আলোর মুখ দেখছে। তাই সিনেমার সফলতায় খুশি হয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা দিলেন ব্যতিক্রমী ঘোষণা।
কুশি সিনেমা মুক্তির পঞ্চম দিনে শুধু ভারতেই আয় করেছে ৪০ দশমিক ২৪ কোটি রুপি। বহুদিন পর সিনেমার সাফল্যে বেশ খুশি অভিনেতা। এরই মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দেন বিজয়। প্রচারে গিয়ে অসচ্ছল ১০০ পরিবারকে ১ কোটি রুপি উপহার দেওয়ার ঘোষণা দেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, ‘আপনারা খুশি হলেই আমি ভালো থাকি। আপনাদের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। কুশি সিনেমায় আমার আয় থেকে ১ কোটি রুপি আপনাদের ১০০ পরিবারের মধ্যে ভাগ করে দেব। আগামী ১০ দিনের মধ্যে অনলাইনে একটি ফরম দেওয়া হবে, সেখান থেকেই বেছে নেওয়া হবে বিজয়ী ১০০ পরিবারকে। প্রতিটি পরিবার ১ লাখ রুপির চেক পাবে। আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
রোমান্টিক ধাঁচের সিনেমা কুশি নির্মাণ করেছেন শিব নির্ভানা। সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে রয়েছেন সামান্থা রুথ প্রভু। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সারা বিশ্বে এ পর্যন্ত আয় করেছে ৭০ কোটি রুপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই আয় এখানেই থামছে না। অঙ্কটা বাড়বে আরও বেশি।
দক্ষিণি সিনেমার পরিচিত মুখ বিজয় দেবেরাকোন্ডা। তবে গত পাঁচ বছর ব্যর্থতার জালে আটকে ছিল তাঁর সিনেমাগুলো। বক্স অফিসে সফলতার মুখ দেখেনি একটিও। গত বছর ‘লাইগার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা বিজয়ের। আশা ছিল, এবার বুঝি ভাগ্যের শিকেটা ছিঁড়বে। তা-ও হলো না। সব মিলিয়ে খারাপ সময়ই পার করছিলেন তিনি। টানা ব্যর্থতার পর ১ সেপ্টেম্বর থেকে তাঁর ভাগ্য ফিরতে শুরু করেছে। ওই দিন মুক্তি পেয়েছে বিজয়ের সিনেমা ‘কুশি’। দীর্ঘ সময় পর বক্স অফিসে এটি আলোর মুখ দেখছে। তাই সিনেমার সফলতায় খুশি হয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা দিলেন ব্যতিক্রমী ঘোষণা।
কুশি সিনেমা মুক্তির পঞ্চম দিনে শুধু ভারতেই আয় করেছে ৪০ দশমিক ২৪ কোটি রুপি। বহুদিন পর সিনেমার সাফল্যে বেশ খুশি অভিনেতা। এরই মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দেন বিজয়। প্রচারে গিয়ে অসচ্ছল ১০০ পরিবারকে ১ কোটি রুপি উপহার দেওয়ার ঘোষণা দেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, ‘আপনারা খুশি হলেই আমি ভালো থাকি। আপনাদের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। কুশি সিনেমায় আমার আয় থেকে ১ কোটি রুপি আপনাদের ১০০ পরিবারের মধ্যে ভাগ করে দেব। আগামী ১০ দিনের মধ্যে অনলাইনে একটি ফরম দেওয়া হবে, সেখান থেকেই বেছে নেওয়া হবে বিজয়ী ১০০ পরিবারকে। প্রতিটি পরিবার ১ লাখ রুপির চেক পাবে। আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
রোমান্টিক ধাঁচের সিনেমা কুশি নির্মাণ করেছেন শিব নির্ভানা। সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে রয়েছেন সামান্থা রুথ প্রভু। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সারা বিশ্বে এ পর্যন্ত আয় করেছে ৭০ কোটি রুপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই আয় এখানেই থামছে না। অঙ্কটা বাড়বে আরও বেশি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩১ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪১ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪৪ মিনিট আগে