বিনোদন ডেস্ক
দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় তাঁর গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। নাগাভূষণের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী পুরুষ।
মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। এরপর গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্তের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
নাগাভূষণকে সর্বশেষ ‘কৌশল্যা সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে।
দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় তাঁর গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। নাগাভূষণের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী পুরুষ।
মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। এরপর গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্তের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
নাগাভূষণকে সর্বশেষ ‘কৌশল্যা সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২৯ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩৯ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪১ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে