দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় তাঁর গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। নাগাভূষণের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী পুরুষ।
মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। এরপর গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্তের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
নাগাভূষণকে সর্বশেষ ‘কৌশল্যা সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে।
দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় তাঁর গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। নাগাভূষণের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী পুরুষ।
মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। এরপর গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্তের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
নাগাভূষণকে সর্বশেষ ‘কৌশল্যা সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৫ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
৫ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৮ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৯ ঘণ্টা আগে