বিনোদন ডেস্ক
বলিউডের আঙিনায় এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর প্রথম হিন্দি সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং শেষ হয়েছে, আছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে আরও একটি প্রজেক্টের গুঞ্জন শোনা যাচ্ছে। গতকাল পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি হিন্দি সিনেমায় যুক্ত হচ্ছেন সামান্থা। এতে তিনি জুটি বাঁধবেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে।
পরিচালক বিষ্ণুবর্ধনের সিনেমায় দেখা যাবে সালমান-সামান্থাকে। সিনেমাটি তৈরি হবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস থেকে। সিনেমার নাম এখনো ঠিক হয়নি, আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তবে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে সালমান ও সামান্থার এক ফ্রেমে আসার গুঞ্জন। সামান্থা ছাড়াও আনুশকা শেঠি ও তৃষা কৃষ্ণনেরও অভিনয়ের কথা শোনা যাচ্ছে এ সিনেমায়। পিঙ্কভিলা জানিয়েছে, সামান্থার সঙ্গে এরই মধ্যে কয়েক দফা কথাবার্তা হয়েছে পরিচালক বিষ্ণুবর্ধনের। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই আসতে পারে বড় ঘোষণা।
১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত তেলুগু সিনেমা ‘কুশি’। বিজয় দেবরাকোন্ডার বিপরীতে এ সিনেমায় ভালোই চমক দেখিয়েছেন সামান্থা। এ মুহূর্তে কুশির সাফল্য উদ্যাপন করছেন অভিনেত্রী। সিটাডেলের শুটিং শেষ করে ছয় মাসের বিরতির ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী ছয় মাস কোনো শুটিং করবেন না। অনেক দিন ধরে মায়োসাইটিস নামে বিরল রোগে ভুগছেন সামান্থা। চিকিৎসা চলছে। এই ছয় মাসে সব কাজ থেকে দূরে থেকে শুধু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন অভিনেত্রী। সামান্থা জানিয়েছেন, বিরতি থেকে ফিরে আগামী বছরের শুরুতে কয়েকটি বড় ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে, সালমান-সামান্থা জুটির সিনেমার ঘোষণাও আসতে পারে তখন।
অন্যদিকে সালমান খান ব্যস্ত আছেন ‘টাইগার ৩’ নিয়ে। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এতে একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে শাহরুখ খানকে। কয়েক দিনের মধ্যেই সেই দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ। এ দুজনকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণাও এসেছে। ‘টাইগার ভার্সাস পাঠান’ নামের ওই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের মার্চে।
বলিউডের আঙিনায় এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর প্রথম হিন্দি সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং শেষ হয়েছে, আছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে আরও একটি প্রজেক্টের গুঞ্জন শোনা যাচ্ছে। গতকাল পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি হিন্দি সিনেমায় যুক্ত হচ্ছেন সামান্থা। এতে তিনি জুটি বাঁধবেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে।
পরিচালক বিষ্ণুবর্ধনের সিনেমায় দেখা যাবে সালমান-সামান্থাকে। সিনেমাটি তৈরি হবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস থেকে। সিনেমার নাম এখনো ঠিক হয়নি, আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তবে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে সালমান ও সামান্থার এক ফ্রেমে আসার গুঞ্জন। সামান্থা ছাড়াও আনুশকা শেঠি ও তৃষা কৃষ্ণনেরও অভিনয়ের কথা শোনা যাচ্ছে এ সিনেমায়। পিঙ্কভিলা জানিয়েছে, সামান্থার সঙ্গে এরই মধ্যে কয়েক দফা কথাবার্তা হয়েছে পরিচালক বিষ্ণুবর্ধনের। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই আসতে পারে বড় ঘোষণা।
১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত তেলুগু সিনেমা ‘কুশি’। বিজয় দেবরাকোন্ডার বিপরীতে এ সিনেমায় ভালোই চমক দেখিয়েছেন সামান্থা। এ মুহূর্তে কুশির সাফল্য উদ্যাপন করছেন অভিনেত্রী। সিটাডেলের শুটিং শেষ করে ছয় মাসের বিরতির ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী ছয় মাস কোনো শুটিং করবেন না। অনেক দিন ধরে মায়োসাইটিস নামে বিরল রোগে ভুগছেন সামান্থা। চিকিৎসা চলছে। এই ছয় মাসে সব কাজ থেকে দূরে থেকে শুধু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন অভিনেত্রী। সামান্থা জানিয়েছেন, বিরতি থেকে ফিরে আগামী বছরের শুরুতে কয়েকটি বড় ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে, সালমান-সামান্থা জুটির সিনেমার ঘোষণাও আসতে পারে তখন।
অন্যদিকে সালমান খান ব্যস্ত আছেন ‘টাইগার ৩’ নিয়ে। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এতে একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে শাহরুখ খানকে। কয়েক দিনের মধ্যেই সেই দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ। এ দুজনকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণাও এসেছে। ‘টাইগার ভার্সাস পাঠান’ নামের ওই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের মার্চে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪