ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ২২ কারাবন্দী নিহত
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের পৃথক দুটি বৃহৎ কারাগারে দাঙ্গার ঘটনায় ২২ জন কারাবন্দী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর দেশটির কারাগারে হওয়া সহিংসতার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম সহিংসতার ঘটনা।