Ajker Patrika

জেলে দাঙ্গা: ২ হাজারের বেশি কয়েদিকে ক্ষমা করবে ইকুয়েডর 

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২: ৪৫
জেলে দাঙ্গা: ২ হাজারের বেশি কয়েদিকে ক্ষমা করবে ইকুয়েডর 

ইকুয়েডরের গুয়াইয়াকিল শহরের জেলে দাঙ্গার ঘটনায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সেখানকার দুই হাজারের বেশি কয়েদিকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। জেলে কয়েদিদের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে ইকুয়েডর সরকার। স্থানীয় সময় শুক্রবার একজন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। 

বলিভিয়ার রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআইয়ের পরিচালক বলিভার গার্জন বলেন, সরকার বয়স্ক, নারী ও প্রতিবন্ধী কয়েদিদের সাধারণ ক্ষমার জন্য প্রাধান্য দিচ্ছে। 

গার্জন জানিয়েছেন, গুয়াইয়াকিল শহরের কারাগারে ৩৯ হাজার কয়েদি রয়েছে। 

গত বুধবার গুয়াইয়াকিল শহরের কারাগারে দাঙ্গা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মাদক চক্রের মধ্যে লড়াই শুরু হয়। সবার হাতেই ছিল আগ্নেয়াস্ত্র ও ছুরি। জেলের ভেতরে তারা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ। এই দাঙ্গার ঘটনায় ১১৮ জন কয়েদির মৃত্যু হয়েছে। আহত হন ৭৯ জন।

উল্লেখ্য, ইকুয়েডরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুয়াইয়াকিল শহর। দেশের অধিকাংশ ড্রাগ মাফিয়াকে এই শহরের জেলে রাখা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত