Ajker Patrika

ছুরি–কাঁচির নিচে যেতে হতে পারে বলসোনারোকে 

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০: ০৪
ছুরি–কাঁচির নিচে যেতে হতে পারে বলসোনারোকে 

ক্রমাগত হেঁচকি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। তিনি বর্তমানে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি আছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় এমনটি জানিয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বলসোনারোর পেটে ব্যথা ছিল। এ ছাড়া গত সপ্তাহ থেকে ক্রমাগত হেঁচকি হচ্ছে তাঁর। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দাঁতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহ থেকেই ক্রমাগত হেঁচকি হচ্ছে বলসোনারোর। 

সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অস্ত্রোপচারের দরকার হতে পারে। 

এর আগে বলসোনারোর ছেলে ফ্লেভিও বলসোনারো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বাবাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। তখনো হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত