Ajker Patrika

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২৪, আহত ৪৮

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৪
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২৪, আহত ৪৮

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই দেশটিতে এ নিয়ে তিনবার কারাগারে দাঙ্গার ঘটনা ঘটল। 

এক বিবৃতিতে ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ এসএনএআই জানিয়েছে, ‘গোলাগুলি ও বিস্ফোরণের পর কারাগারে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গায় অন্তত ২৪ জন কারাবন্দী নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।’ 

এসএনএআই জানিয়েছে, দাঙ্গার পর কারাগারের নিয়ন্ত্রণ নেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কারাগারের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারাগারের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে ইকুয়েডরে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসের দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ২২ জন। 

হিউম্যান রাইটস ওয়াচ ইকুয়েডরের সরকারকে কারাগারের সহিংসতা পুরোপুরি তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...