ওয়ানস্টপ সার্ভিস চান পর্যটকেরা
ঢাকা থেকে বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্রে যেতে ৭ জায়গায় তল্লাশি ও নিবন্ধনের মুখ পড়তে হয় পর্যটকদের। এই বিড়ম্বনা এড়াতে ‘ওয়ানস্টপ সার্ভিস পয়েন্ট’ চালুর পরামর্শ দিচ্ছে পর্যটন সংশ্লিষ্টরা। থানচিতে পর্যটন শিল্পের বিকাশ করে মনে করেন পর্যটক, স্থানীয় প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পথ প্রদর্শকেরা।