Ajker Patrika

‘পাহাড়ে কোথাও অন্ধকার থাকবে না’

থানচি (প্রতিনিধি) বান্দরবান
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
Thumbnail image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) বলেছেন, পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না। বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো পার্বত্যাঞ্চল। গত বুধবার সকালে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সীমান্তে গ্যালেঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোলার হোম সিস্টেম ও শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, বর্তমান সরকারের সময় পার্বত্য এলাকার সর্বত্র বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের কারণে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। যেসব স্থানে সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই, সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনা মূল্যে সোলার হোম সিস্টেম দেওয়া হচ্ছে। এ ছাড়া পার্বত্য ৩ জেলায় বিনা মূল্যে ৪০ হাজার সোলার হোম সিস্টেম দেওয়া হবে, যার মধ্যে বান্দরবানের সাত উপজেলায় বিতরণ হবে ১৪ হাজার সোলার।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং পার্বত্য এলাকায় সর্বত্র আলো ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে, যার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

অনুষ্ঠান শেষে গ্যালেঙ্গা ইউনিয়নের অংলাইপাড়া, বাগানপাড়া, পুনর্বাসনপাড়া ও লাইপুংপাড়ার ১৩০ পরিবারকে একটি করে সোলার হোম সিস্টেম হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত