Ajker Patrika

লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্রে

বান্দরবান ও থানচি প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
Thumbnail image

বান্দরবানের থানচি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী রোববার। এর মধ্যে তিনটি ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। ইউপিগুলো হলো—থানচি সদর, বলিপাড়া ও তিন্দু। এসব ইউপিতে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান ভালো। রেমাক্রী ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর অবস্থা শক্ত। ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, থানচির চার ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ১ নম্বর রেমাক্রী ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও স্বতন্ত্র প্রার্থী চসিং মং মারমা (আনারস)। ২ নম্বর তিন্দু ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ভাগ্য চন্দ্র ত্রিপুরা (চমশা), থোয়াইসিং মং মারমা (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী মংসাই মারমা (ঘোড়া)। ৩ নম্বর থানচি সদর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। এঁরা হলেন আওয়ামী লীগের অংপ্রু ম্রো (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো (চশমা) এবং স্বতন্ত্র ক্রাপ্রুঅং মারমা (আনারস)। ৪ নম্বর বলিপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ক্য সা উ মারমা (আনারস) এবং বর্তমান সদস্য স্বতন্ত্র প্রার্থী মংক্যসিং মারমা (চশমা)।

গত মঙ্গল ও বুধবার সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান তেমন ভালো নয়। কেবলমাত্র ১ নম্বর রেমাক্রী ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমার অবস্থা ভালো। এ ইউপিতে তাঁর জয়ের সম্ভাবনা বেশি। মুইশৈথুই আজকের পত্রিকাকে বলেন, তিনি নিজ ইউনিয়নের উন্নয়ন ও জনগণের পাশে ছিলেন। তাঁর বিগত কার্যক্রম ভালো দাবি করে তিনি বলেন, তিনি আবারও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

২ নম্বর তিন্দু ইউপিতে বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা তাঁর বিগত সময়ের কার্যক্রম ভালো দাবি করে এবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটারদের সঙ্গে কথা বলে উল্টো চিত্র পাওয়া গেছে। অনেকের মতে, এখানে ভাগ্য চন্দ্র ত্রিপুরার জয়ের সম্ভাবনা বেশি। দলীয় অনেক নেতা-কর্মী নীরবে ভাগ্য চন্দ্রের ভাগ্য বদলাতে কাজ করছেন।

৩ নম্বর থানচি সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি এর আগে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরও কেন নতুন চেয়ারম্যান প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, সে হিসাব জানতে চান ভোটাররা। আওয়ামী লীগের কয়েকজন নেতাও মনে করেন, মাংসার ম্রোর অবস্থান ভালো। এখানে ক্রাপ্রুঅং মারমা আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। স্থানীয় ভোটার ও বাজারের ব্যবসায়ীরা মনে করছেন, জনগোষ্ঠীগত কারণে মারমা থেকে চেয়ারম্যান প্রার্থীর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নৌকার প্রার্থী অংপ্রু ম্রো বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে হলেও নৌকার প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন বলে আশা করছেন।

এদিকে ৪ নম্বর বলিপাড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ক্য সা উ মারমা আনারস প্রতীক নিয়ে লড়ছেন। ঝামেলা এড়াতেই তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ফলে তাঁর সুবিধা বেশি।

ক্য সা উ মারমা বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনে যদি কারচুপি না হয়, ব্যালট জালিয়াতি না হয়, আওয়ামী লীগ নেতারা যদি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি না করে তাহলে তিনি জয়ী হবেন।

এদিকে বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমাও জয়ের ব্যাপারে আশাবাদী।

অনেকে বলেছেন, নির্বাচনে চূড়ান্ত কোনো কথা নেই। ভোটের দিনও ভোটারদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি ঘুরে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত