আজকের পত্রিকা ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি ও বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার শিক্ষার্থীদের করোনা সুরক্ষা টিকা দেওয়া চলছে। এর মধ্য মানিকছড়িতে আগের দফায় বাদ পড়া শিক্ষার্থীর মাঝে আজ রোববার থেকে এই ডোজ দেওয়া হচ্ছে।
এদিকে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে সরকার নির্ধারিত ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। পরিকল্পিত উদ্যোগে গতকাল শনিবার বান্দরবানের থানচিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
আলীকদম প্রতিনিধি জানান, উপজেলায় স্কুল পর্যায়ে করোনা সুরক্ষা টিকা প্রদান কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা গ্রহণের জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে আসতে দেখা যায়। করোনা টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নানা কাজে সহযোগিতা করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
করোনা টিকা প্রদানে স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী। তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী করোনা টিকার আওতায় আনা হবে। এর জন্য আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত রয়েছে।
থানচি প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকল্পিত উদ্যোগে গতকাল শনিবার এক দিনে প্রায় ২ হাজার শিক্ষার্থী করোনা সুরক্ষা টিকার প্রথম ডোজ পেয়েছেন। গতকাল সকালে টিকা দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রনজন বড়ুয়া। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা শিক্ষার্থীদের টিকা দেওয়া নিবন্ধন করে সহযোগিতা করেন।
মানিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলায় টিকা সংকটে চার দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা। এতে ১৫টি মাধ্যমিক স্কুল-কলেজের বাদ পড়া শিক্ষার্থীরা ফাইজারের টিকার প্রথম ডোজ পাবেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও ২টি কলেজের ১২ থেকে ১৮ বয়সী সকল শিক্ষার্থীকে করোনার সুরক্ষায় ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গত সোম ও মঙ্গলবার টিকাদান চলা অবস্থায় তথ্য গরমিল ও স্টক না থাকায় থাকায় কার্যক্রম বন্ধ করতে হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার সকাল থেকে আগের মতো উপজেলা পরিষদের আইসিটি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়া কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা টিকা কার্যক্রমে অংশ নেবেন।
খাগড়াছড়ির মানিকছড়ি ও বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার শিক্ষার্থীদের করোনা সুরক্ষা টিকা দেওয়া চলছে। এর মধ্য মানিকছড়িতে আগের দফায় বাদ পড়া শিক্ষার্থীর মাঝে আজ রোববার থেকে এই ডোজ দেওয়া হচ্ছে।
এদিকে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে সরকার নির্ধারিত ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। পরিকল্পিত উদ্যোগে গতকাল শনিবার বান্দরবানের থানচিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
আলীকদম প্রতিনিধি জানান, উপজেলায় স্কুল পর্যায়ে করোনা সুরক্ষা টিকা প্রদান কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা গ্রহণের জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে আসতে দেখা যায়। করোনা টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নানা কাজে সহযোগিতা করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
করোনা টিকা প্রদানে স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী। তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী করোনা টিকার আওতায় আনা হবে। এর জন্য আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত রয়েছে।
থানচি প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকল্পিত উদ্যোগে গতকাল শনিবার এক দিনে প্রায় ২ হাজার শিক্ষার্থী করোনা সুরক্ষা টিকার প্রথম ডোজ পেয়েছেন। গতকাল সকালে টিকা দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রনজন বড়ুয়া। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা শিক্ষার্থীদের টিকা দেওয়া নিবন্ধন করে সহযোগিতা করেন।
মানিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলায় টিকা সংকটে চার দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা। এতে ১৫টি মাধ্যমিক স্কুল-কলেজের বাদ পড়া শিক্ষার্থীরা ফাইজারের টিকার প্রথম ডোজ পাবেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও ২টি কলেজের ১২ থেকে ১৮ বয়সী সকল শিক্ষার্থীকে করোনার সুরক্ষায় ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গত সোম ও মঙ্গলবার টিকাদান চলা অবস্থায় তথ্য গরমিল ও স্টক না থাকায় থাকায় কার্যক্রম বন্ধ করতে হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার সকাল থেকে আগের মতো উপজেলা পরিষদের আইসিটি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়া কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা টিকা কার্যক্রমে অংশ নেবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪