তারাগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, পরিচয় শনাক্ত ৬ জনের
মাঝ রাত, ভারি বৃষ্টি, বিকট শব্দে ঘুম ভেঙে যায়। শব্দ থামতেই মানুষের হাউমাউ চিৎকার। বৃষ্টির পানিতে ভেষে যাচ্ছে রক্ত। গাড়ির সামনে ঝুলে আছে একজনের লাশ। রংপুরের তারাগঞ্জের যাত্রীবাহী নৈশকোচের মুখোমুখি সংর্ঘষের ঘটনার বর্ণনা এভাবেই দেন প্রত্যক্ষদর্শী উদ্ধার কাজে অংশ নেওয়া সড়ক ঘেঁষা খারুভাজ নদীরপার গ্রামের