Ajker Patrika

রংপুরে বাসচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি স্বামী

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৫
রংপুরে বাসচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি স্বামী

রংপুর সদরে বাসের চাপায় আসমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আসমা বেগম বদরগঞ্জে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন। তাঁর স্বামী জাকারিয়া হাবিব মামুনও একই উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। রংপুর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুরের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে তিনি। 

এ ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন নিহত ব্যক্তির স্বামী মামুন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে বদরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগমকে (৩৫) সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রংপুরে যাচ্ছিলেন স্বামী। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছালে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আসমা বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী জাকারিয়া হাবিব মামুনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত