Ajker Patrika

তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩ 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৬
তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩ 

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ রােববার ভোর ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নবজাতক ছাড়াও নিহত অন্য দুজন হলেন নীলফামারীর সদর উপজেলার কুমড়ার মোড় এলাকার অ্যাম্বুলেন্সচালক আলামিন হোসেন (৩৫), ডোমার উপজেলার কাচুচুড়াডাঙ্গী গ্রামের রফিকুল ইসলাম (৪০)। এ ছাড়া আহত ছয়জন হলেন, নবজাতকের মা মোসলেমা বেগম (৩০), বাবা রশিদুল ইসলাম, দেলোয়ারা আক্তার (৩৩), মশিয়ার রহমান (৬০), ওলিমা বেগম (৬৫) ও আসাদুল ইসলাম (২৪)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম তিন দিন আগে নীলফামারী সদরের একটি হাসপাতালে অস্ত্রোপচারে মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন। আজ ভোরে সেই নবজাতক অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে পাঠানো হয়। ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুরগামী ভাই ভাই ক্ল্যাসিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই নবজাতকসহ তিনজন মারা যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, ‘কয়েক দিন আগেও মহাসড়কের ওই স্থানে ৯ জন প্রাণ হারিয়েছেন। আজ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও মিনিবাসটি পুলিশ ফাঁড়িতে এনে রেখেছি। এ পর্যন্ত নবজাতকসহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে।’

এর আগে গত ৪ সেপ্টেম্বর (রোববার) মহাসড়কের ওই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন মারা যায়, আহত হয় অর্ধশতাধিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত