তামিমের জন্য মন খারাপ হার্শা-যুবরাজদেরও
বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা অনুমান করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে। টসের সময় সুস্থ তামিম ইকবাল কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন, মাঠ ছেড়ে তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে? তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে আবেগী পোস্ট দিচ্ছেন দেশি-বিদেশি