ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরি করা এখন তামিম ইকবালের কাছে অনেক সহজ কাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন। আর তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে মধ্যাহ্নভোজের আগে।
হার দিয়ে এবার ডিপিএল শুরু করেছিল তামিমের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরই টানা তিন ম্যাচ জিতল মোহামেডান। দল যেখানে জয়ের হ্যাটট্রিক করেছে, সেখানে তামিম টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এদিকে মিরপুরে আজ পারটেক্স-আবাহনী ম্যাচে ৫০ ওভারও খেলা হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন মোহামেডান অধিনায়ক তামিম। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে গেছে ব্রাদার্স। মোহামেডানের তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানেই ভেঙে যায় মোহামেডানের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে মোহামেডানের ওপেনার মেহেদী হাসান মিরাজকে ফেরান আল আমিন হোসেন। ৬ বলে মিরাজ করেছেন ২ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। অঙ্কন পেয়েছেন ফিফটি। ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। আজকের আগে ৯ মার্চ ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। মোহামেডান অধিনায়ক বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিন অঙ্ক ছুয়েছিলেন।
মিরপুরে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাটিং পাওয়া পারটেক্স ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে গেছে। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার। ২১৩ বল হাতে রেখে পাওয়া আবাহনীর ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন রাব্বি। দুই ওভার মেডেনও দিয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। ৫০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন আবাহনীর এই ওপেনার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়েছে। নাঈম শেখের ৮৩ বলে ৮১ রানের ইনিংস ছাড়া বলার কিছুই ছিল না। জবাবে ২৩.২ ওভারে ২ উইকেটে ১৫৪ রান করে রূপগঞ্জ। বোলিং নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৩৫ বলে ১৬ রান। রূপগঞ্জের তানজিদ হাসান তামিম এই ম্যাচেও ঝড় তুলেছেন। ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন তিনি।
৯ মার্চ মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক। সেই ম্যাচে নাঈম ১২৫ বলে ১৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এই ম্যাচের পর থেকেই মিরপুরে চলছে রানখরা। ১০ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে ৩৫.২ ওভারে হয়েছিল ১৪৪ রান। ১০ উইকেট পড়েছিল সেই ম্যাচে।
সেঞ্চুরি করা এখন তামিম ইকবালের কাছে অনেক সহজ কাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন। আর তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে মধ্যাহ্নভোজের আগে।
হার দিয়ে এবার ডিপিএল শুরু করেছিল তামিমের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরই টানা তিন ম্যাচ জিতল মোহামেডান। দল যেখানে জয়ের হ্যাটট্রিক করেছে, সেখানে তামিম টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এদিকে মিরপুরে আজ পারটেক্স-আবাহনী ম্যাচে ৫০ ওভারও খেলা হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন মোহামেডান অধিনায়ক তামিম। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে গেছে ব্রাদার্স। মোহামেডানের তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানেই ভেঙে যায় মোহামেডানের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে মোহামেডানের ওপেনার মেহেদী হাসান মিরাজকে ফেরান আল আমিন হোসেন। ৬ বলে মিরাজ করেছেন ২ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। অঙ্কন পেয়েছেন ফিফটি। ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। আজকের আগে ৯ মার্চ ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। মোহামেডান অধিনায়ক বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিন অঙ্ক ছুয়েছিলেন।
মিরপুরে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাটিং পাওয়া পারটেক্স ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে গেছে। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার। ২১৩ বল হাতে রেখে পাওয়া আবাহনীর ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন রাব্বি। দুই ওভার মেডেনও দিয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। ৫০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন আবাহনীর এই ওপেনার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়েছে। নাঈম শেখের ৮৩ বলে ৮১ রানের ইনিংস ছাড়া বলার কিছুই ছিল না। জবাবে ২৩.২ ওভারে ২ উইকেটে ১৫৪ রান করে রূপগঞ্জ। বোলিং নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৩৫ বলে ১৬ রান। রূপগঞ্জের তানজিদ হাসান তামিম এই ম্যাচেও ঝড় তুলেছেন। ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন তিনি।
৯ মার্চ মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক। সেই ম্যাচে নাঈম ১২৫ বলে ১৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এই ম্যাচের পর থেকেই মিরপুরে চলছে রানখরা। ১০ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে ৩৫.২ ওভারে হয়েছিল ১৪৪ রান। ১০ উইকেট পড়েছিল সেই ম্যাচে।
কদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন। রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এই ঘোষণা দেন মাহমুদউল্লাহ।
১ ঘণ্টা আগেঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি হঠাৎই কমিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ১০ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি হিসেবে সেটা ৪৩৪০ টাকা। আগের তুলনায় ৭৫ শতাংশ কমে গেল।
২ ঘণ্টা আগেপ্রাণপণে লড়েও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারল না নিউজিল্যান্ড। দুবাইয়ে ৯ মার্চ কিউইদের কাঁদিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। ফাইনালের পর র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
৩ ঘণ্টা আগেআইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় অনুযায়ী, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে তিন সংস্করণের সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। হঠাৎ এই সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আর্থিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে