নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।
মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’
মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্টগ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রান করে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ৩২ চার ও ১৩ ছক্কা।
সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৩ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচসেরা।
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।
মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’
মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্টগ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রান করে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ৩২ চার ও ১৩ ছক্কা।
সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৩ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচসেরা।
জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি। এই সিরিজে হবে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। তিন স্টেডিয়ামে হবে এই পাঁচ ম্যাচ। বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগেএক সময় যে আর্জেন্টিনা শিরোপার জন্য হাহাকার করত, তারাই গত চার বছরে চারটি শিরোপা জিতেছে। কোপা আমেরিকায় রেকর্ড শিরোপা আলবিসেলেস্তেরা জিতেছে গত বছর। সেই শিরোপা জয়ের ৮ মাস পর বোমা ফাটালেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।
২ ঘণ্টা আগেপ্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
২ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম কি ‘সিন্ডিকেটে’র শিকার হয়ে সৌদি আরব থেকেই ইতালিতে ফিরে গেলেন? কতিপয় ক্লাবের ফুটবলারদের সুযোগ দিতেই বাদ দেওয়া হয়েছে ফাহামিদুলকে? এরকম একটা আলোচনা সাপোর্টারদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাঁকে ফেরাতে সমর্থকেরা কর্মসূচিও ঘোষণা করেছেন। এমনকি সাবেক ফুটবলাররাও এট
৪ ঘণ্টা আগে