Ajker Patrika

বোলারদের রাজত্বের দিনে হেসেখেলে জিতলেন তামিমরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭: ২৬
রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের গুলশান। ছবি: বিসিবি
রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের গুলশান। ছবি: বিসিবি

মিরপুর শেরেবাংলায় ৯ মার্চ নাঈম শেখের বিস্ফোরক সেঞ্চুরিতে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এরপরই মিরপুর হয়ে যায় ব্যাটারদের বধ্যভূমি। টানা দুই ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল ২০০ রানও করতে পারেনি। সেই মিরপুরে আজ গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচে দুই ইনিংসেই হয়েছে ২০০ রান।

ডিপিএলে আজ অবশ্য দিনটা বোলারদেরই ছিল। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপির চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাব-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব—এই দুই ম্যাচের স্কোরকার্ডেই স্পষ্ট বোলাররা কতটা রাজত্ব করেছেন। সেই তুলনায় মিরপুরে রান একটু বেশিই হয়েছে। এই ম্যাচে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন গুলশান ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।

মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল তামিম। গুলশানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে রূপগঞ্জ টাইগার্স। রূপগঞ্জের অমিত মজুমদার (৮৮) ও আরিফুল হক (৪০) ছাড়া বলার মতো ইনিংস আর কেউ খেলতে পারেননি। গুলশানের আসাদুজ্জামান পায়েল ১০ ওভারে ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন। নিহাদুজ্জামান পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও ফরহাদ রেজা।

২২৯ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করে গুলশান। আজিজুল তামিম ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান তুলে ফেলে। ১৫তম ওভারের প্রথম বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহাদ হোসেন। তামিম ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করেছেন। রূপগঞ্জের মাহমুদুল হাসান এর পরের ৩ উইকেট নিয়েছেন। জাওয়াদ আবরার, খালিদ হাসান, নাঈম ইসলাম এই তিন ব্যাটারকে মাহমুদুল ফেরালেও সেটা গুলশানের জয়টাকেই শুধু বিলম্বিত করেছে। ৪৬.৫ ওভারে ৪ উইকেটে ২৩২ রান তুলে ফেলে গুলশান। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন জাওয়াদ। ৭৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার।

১৯ বল হাতে রেখে পাওয়া গুলশানের ৬ উইকেটের জয়ে আরেক টপ অর্ডার খালিদ হাসানেরও অবদান রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন খালিদ। ৮১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। ম্যাচসেরা হয়েছেন ৪ উইকেট নেওয়া গুলশানের পেসার পায়েল।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ টস জিতে ফিল্ডিং নেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৩৩.৫ ওভারে ১১০ রানে গুটিয়ে গেছে। ১১৬ রান তাড়া করতে অগ্রণীর ৫ ওভার বেশি লেগেছে ধানমন্ডির চেয়ে। ৩৮.৫ ওভারে ৫ উইকেট ১২০ রান করেছে অগ্রণী। ৬৭ বল হাতে রেখে পাওয়া ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর পেসার রবিউল হক। ৫.৫ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট।

দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। গাজী গ্রুপের নিয়ন্ত্রিত বোলিংয়ে শাইনপুকুর ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে গেছে। ১৬২ রান তাড়া করতে গাজী গ্রুপের লেগেছে ১০৭ বল।

১৯৩ বল হাতে রেখে গাজী গ্রুপের ৮ উইকেটের বিশাল জয়ে তাদের দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয়ের ঝোড়ো ব্যাটিংয়ের অবদান বেশি। ৩০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেছেন সাদিকুর। বিজয় ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। গাজী গ্রুপের পেসার শামীম মিয়া ৯ ওভারে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। দিয়েছেন ৩ ওভার মেডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত