‘লোহার তরি’র শুটিংয়ে লঞ্চে সাত দিন মনোজ-তিশা
নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।