Ajker Patrika

জীবনের ঝুঁকি নিয়েছেন তিশা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১২
জীবনের ঝুঁকি নিয়েছেন তিশা

লঞ্চে শুরু, লঞ্চেই শেষ। এর মধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা ও রহস্য। এমনই থ্রিলার গল্পে নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। বানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমদ্দার।

এই সিনেমায় নিজের চেনারূপকে পেছনে ফেলে অনেকটা ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে কী সেই চরিত্র উত্তর মিলবে ভালোবাসা দিবসে আই থিয়েটার অ্যাপে সিনেমাটি মুক্তি পেলে। সিনেমার গল্পের প্রয়োজনে তিশা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন জীবন বাজি রেখে। তিশা বলেন, ‘একটানা শুটিং করেছি লঞ্চে। আমি ভালো সাঁতার জানি না। কিন্তু গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। ভেবেছিলাম, উতরে যাব। কিন্তু স্রোতের টানে একপর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! সত্যি বলতে, খুব ভয় পেয়েছিলাম সেদিন। কিন্তু গল্প ও চরিত্রের প্রয়োজনে ঝুঁকিটা আমি জেনেবুঝেই নিয়েছি। ইউনিটের সবাই আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন।’

তিশার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নির্মাতা সঞ্জয় সমদ্দারও। বললেন, ‘তিশা অনেক ঝুঁকি নিয়েছেন। লঞ্চ থেকে লাফ দিতে হয়েছে। তখন কীর্তনখোলা নদীতে অনেক স্রোত ছিল। যদিও পর্যাপ্ত লাইফগার্ড ছিল। কিন্তু আমি মুগ্ধ হয়েছি, কাজের প্রতি তিশার ডেডিকেশন দেখে। অনেকেই তো এমন ঝুঁকি নিতে চান না।’

তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, রবি প্রমুখ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত