নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।
মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।
নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’
এই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’
আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।
সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।
নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।
মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।
নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’
এই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’
আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।
সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৪ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৬ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৮ ঘণ্টা আগে