Ajker Patrika

‘লোহার তরি’র শুটিংয়ে লঞ্চে সাত দিন মনোজ-তিশা

‘লোহার তরি’র শুটিংয়ে লঞ্চে সাত দিন মনোজ-তিশা

নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।

মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।

নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’

মনোজ প্রামাণিকএই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’

আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।

সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত