ওয়েবে আসছে ‘মানি মেশিন’
আগামী ৪ জুন রাত ৮টায় আরটিভি প্লাসে আসছে ওয়েবফিল্ম ‘মানি মেশিন’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় মানি মেশিনের শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, ম