সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৭ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৯ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে