Ajker Patrika

সুসময়ে তানজিন তিশা

সুসময়ে তানজিন তিশা

পরিবারের ছোট মেয়ে। মা চেয়েছিলেন, মেয়ে গান শিখুক। গানের ক্লাসে ভর্তিও করিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই ছোট বয়সেই তিশার মন ছিল অন্যদিকে। গানের চেয়ে বেশি ভালো লাগত নাচ। প্রায়ই গান ফেলে চলে যেতেন নাচের ক্লাসে। মেয়ের এত আগ্রহ দেখে নাচের ক্লাসে দেওয়া হয় তিশাকে। অনেক বছর নাচই ছিল তিশার ধ্যানজ্ঞান।
এরপর একটা সময় শুরু করেন মডেলিং। অসংখ্য বিজ্ঞাপন, ফটোশুট, বিলবোর্ড, মিউজিক ভিডিওতে দেখা দিয়েছেন তিশা।

দুই বছর মডেলিং করার পর রেদোয়ান রনির ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয়ের জার্নি। তিশা বলেন, ‘যখন অভিনয় শুরু করি, তখন অত সিরিয়াস ছিলাম না। একসময় মনে হয়, আমি তো চেষ্টা করে দেখতে পারি, অভিনয়টা নিয়মিত চালিয়ে যেতে পারি কি না। গত কয়েক বছর সে চেষ্টাটাই করে যাচ্ছি, একটা চরিত্র হয়ে ওঠার, ক্যামেরার সামনে একটা গল্প বলার। রেসপন্সও ভালো পাচ্ছি।’

শুধু ভালো রেসপন্স নয়, গত কয়েক বছরে তানজিন তিশা হয়ে উঠেছেন বাংলা নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। প্রতি ঈদেই তাঁর অনেক নাটক প্রচারিত হয়। এবারের ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছেন। তালিকায় আছে রাফাত মজুমদার রিংকুর ‘রিকশা গার্ল’, ‘ওয়েডিং ডায়েরি’, মহিদুল মহিমের ‘দরদ’, মিজানুর রহমান আরিয়ানের ‘অদ্ভুত তো আপনি’, রুবেল হাসানের ‘চিংকি পিংকি’, সঞ্জয় সমদ্দারের ‘চলতি পথে’, জাকারিয়া সৌখিনের ‘আই অ্যাম সিঙ্গেল’, সাগর জাহানের ‘হাঙর’, মারুফ হোসেন সজীবের ‘মেঘলা’সহ আরও অনেক নাটক।

ইদানীং গল্প ও চরিত্রের ব্যাপারে বেশ সচেতন তিশা। রোমান্টিক গল্পের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এমন কাজ হাতে নিচ্ছেন, যে চরিত্রগুলো তাঁকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জে ফেলবে। এবার ঈদের নাটকগুলোতে সে প্রমাণই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত