Ajker Patrika

তিশার সুসময়

তিশার  সুসময়

বিভিন্ন চরিত্রে অভিনয় করে বছরজুড়েই আলোচনায় থাকেন তানজিন তিশা। নতুন বছরের শুরুতেই ‘কঞ্জুস’ নাটক দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি। নাটকটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই ইউটিউবে ৭০ লাখের বেশি দর্শক দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় সিক্ত হচ্ছেন তানজিন তিশা। মহিদুল মহিমের পরিচালনায় নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

নাটকটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। এ কারণেই যুক্ত হওয়া। প্রচারের পর ভালো সাড়া পাচ্ছি, আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’

কঞ্জুস নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি এখানে তিন বাচ্চার মা। তাই শুটিংয়ের আগে ডায়েট কন্ট্রোল করা ছেড়ে দিয়েছিলাম, যাতে করে মোটা দেখা যায়। এ ছাড়া এতে পান খেয়ে শুটিং করতে হয়েছে। পান মুখে নিয়ে সংলাপ বলা আমার জন্য কিছুটা কঠিনই ছিল।’

নাটকে তাঁর সহশিল্পী মুশফিক ফারহান প্রসঙ্গে তিশা বলেন, ‘ফারহানের সঙ্গে এটি আমার চতুর্থ কাজ। তাঁর সঙ্গে প্রথম কাজ ছিল ওয়েডিং ক্রাশ। এখন পর্যন্ত সব কটি নাটকে খুব ভালো সাড়া পেয়েছি।’

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এত অল্প সময়েই দর্শকেরা কাজটিকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা সত্যি অনেক আনন্দের। চেষ্টা করেছি চেনা-জানা একটা গল্পকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। দর্শকেরা সেটা গ্রহণ করেছেন। সে সঙ্গে অভিনয়শিল্পীদের পারফরম্যান্স কাজটিকে অন্য রকম মাত্রা দিয়েছে।’ 
এদিকে বরাবরের মতো এ বছরও অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চান তানজিন তিশা। নতুর বছরের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা করে সেই রুটিন আমি ফলো করতে পারি না। তবে নতুন বছরে দর্শকদের এমন কিছু কাজ উপহার দিতে চাই, যেগুলো দিয়ে তাঁরা আমাকে মনে রাখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত