Ajker Patrika

দুঃসময় কাটিয়ে নতুন তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯: ০৩
Thumbnail image

বড় একটা ঝড় বয়ে গেছে অভিনেত্রী তানজিন তিশার জীবনে। গত ১২ ফেব্রুয়ারি বাবাকে হারিয়েছেন। মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন তিশা। তাই অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। তবে জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ‘শো মাস্ট গো অন’। কাজ তো করে যেতেই হবে। তিশা তাই ফিরলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে।

তানজিন তিশা২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে অনেক দিন পর দেখা গেল তানজিন তিশাকে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকের শুটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব। তিশা বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি প্রতিটি কাজে নিজেই নিজেকে উতরে যেতে চাই। পরের কাজটি কত ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবি। অভিনয় শেখার তো কোনো শেষ নেই। প্রতিনিয়তই নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আগে আমি নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করতাম। এখন সবার সঙ্গেই কাজ করছি, যাতে একঘেয়েমি না আসে।’

তানজিন তিশাতানজিন তিশা তাঁর আজকের অবস্থানের জন্য কৃতজ্ঞ অভিনেতা আফরান নিশোর কাছে। তিশা বলেন, ‘নিজের মনোবল, নিজের সাহসের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমি। প্রত্যেক সহশিল্পীর প্রতিই আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আফরান নিশো ভাইয়ার কাছে। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি তাঁর কাছে।’

জানা গেছে, তানজিন তিশা-তৌসিফ অভিনীত ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকটি প্রচারিত হবে রোজার ঈদে। ঈদের আরও কিছু নাটকে দেখা যাবে তিশাকে।

এরই মধ্যে শিহাব শাহীন, সাগর জাহান, জাকারিয়া শৌখিনসহ অনেক নির্মাতাকে শিডিউল দিয়েছেন। শিগগিরই তাঁদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করবেন তিশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত