Ajker Patrika

ঘর সামলাচ্ছেন মোশাররফ, অফিস তানজিন তিশা

ঘর সামলাচ্ছেন মোশাররফ, অফিস তানজিন তিশা

ঘর সামলাচ্ছেন মোশাররফ করিম আর অফিস তানজিন তিশা! পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মিরা হলেন তানজিন তিশা।

মোশাররফ করিম ও তানজিন তিশাদুজনকে নিয়ে মজার এক নাটক নির্মাণ করলেন এস আর মজুমদার। নাম ‘ওলট পালট’। নামের সঙ্গে মিল রয়েছে গল্পেও, যেখানে দেখা যাবে ঘর সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত তানজিন তিশা!

মোশাররফ করিম ও তানজিন তিশানির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু ইতিবাচক বার্তা দেওয়ার।’

সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত