অ্যাস্ট্রাজেনেকার পূর্ণ ডোজ নেওয়া ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি : ঢামেকের গবেষণা
গবেষণায় কোভিশিল্ড টিকা নেওয়া ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০৮ জন চিকিৎসক, শিক্ষক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়। পাঁচ মাসব্যাপী পরিচালিত এ গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. এসএম সামসুজ্জামান।