Ajker Patrika

মগবাজার রেলগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু 

প্রতিনিধি, ঢামেক
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৫৪
মগবাজার রেলগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু 

রাজধানীর মগবাজারের ওয়ারলেসগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় সাপজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, ভোরে ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। 

মৃত সাপজলের স্ত্রী নারগিস আক্তার জানান, তাঁরা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন। আর তাঁর স্বামী সাপজল মাটি কাটার কাজ করতেন।

নারগিস আরও বলেন, ‘ভোরে আমি কাজে বের হয়ে যাই। আমাকে এগিয়ে দেওয়ার জন্য দুজন একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলাম। রেললাইন পার হয়ে আমাকে এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

সাপজলের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইজাপাড়া গ্রামে। বাবার নাম কবির হোসেন। বর্তমানে মগবাজার ওয়ারলেসগেট বস্তিতে থাকতেন। তাঁদের কোনো সন্তান নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত