Ajker Patrika

ময়লার গাড়ির ধাক্কায় গার্মেন্টকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক
ময়লার গাড়ির ধাক্কায় গার্মেন্টকর্মী নিহত

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ধোলাইপাড় নৌকা ফুটওভার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন রংপুর কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিন ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে ধোলাইপাড় এক নম্বর গলিতে থাকতেন। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের তার ছোট ভাই মো. রাজু জানান, রাতে গার্মেন্টস থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন ফারুক। পথে ধোলাইপাড় নৌকা ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুনেছি সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। ।

এ বিষয়ে কথা হলে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, রাত সাড়ে ১২ টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। লোকমুখে শুনতে পেরেছি সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় ফারুক। তবে গাড়ি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত