পাকিস্তানকে পেলেই ওয়ার্নারের ‘রেকর্ডের নেশা’
বয়স যে শুধুই একটি সংখ্যা, ডেভিড ওয়ার্নার তা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বয়স ৩৭ পেরোনোর পরও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন ওয়ার্নারকে থামানো বেশ কঠিন হয়ে যায়। এশিয়ার দলটিকে পেলেই ওয়ার্নারের ব্যাট কাজ করে তরবারির মতো।