আ. লীগের অফিস ঘর তুলে জমি দখলের চেষ্টা
খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে পৈতৃক দখলিয় জমিতে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ের নামে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে জমির মালিকদের পক্ষে হারুন আল কবির সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন।