Ajker Patrika

ডুমুরিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকিতে জিডি

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকিতে জিডি

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলসহ নানাবিধ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠান মালিক অনুপ কুমার গোলদার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী অনুপ কুমার গোলদারের সঙ্গে তাঁর পৈতৃক সূত্রে পাওয়া রামকৃষ্ণপুর মৌজার বি, আর, এস ১৭৪২ নম্বর খতিয়ানের ৫৫৬ দাগের ০.৩৩ শতক বসত বাড়ির জমির মধ্যে ০.০৩ শতক জমিতে নির্মিত একটি গোডাউন ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদী অনুপম রায়দের সঙ্গে বিরোধ চলছে।

এরই জেরে শনিবার সকালে প্রতিপক্ষ গোডাউন ঘরের সামনে রাস্তায় দাঁড়িয়ে অনুপ গোলদারকে উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজ করলে অনুপ গোলদারের স্ত্রী বিউটি রায় গালিগালাজের কারণ জানতে চায়। এতে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে গোডাউন ঘর জোরপূর্বক দখল করে নেয়। সেকই সঙ্গে অনুপ ও তাঁর পরিবারের সদস্যদের মারপিটসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।

এ ঘটনায় গুদাম ঘরের মালিক অনুপ কুমার গোলদারের সাধারণ ডায়েরিতে প্রতিপক্ষ অনুপম রায়, তাপস রায় ও বিদ্যুৎ রায় কে বিবাদী করে করা হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, অনুপ গোলদার একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত